ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

মাঝ নদীতে আটকা ৬ ফেরি, ২ নৌরুট বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৩, ১ জানুয়ারি ২০২৪  
মাঝ নদীতে আটকা ৬ ফেরি, ২ নৌরুট বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।  পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে  যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে ৬টি ফেরি আটকা পড়েছে।

রোববার (৩১ ডিসেম্বর)  রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এদিকে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

সোমবার (১ জানুয়ারি)  বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বরকত, কেরামত, জাহাঙ্গীর, এনায়েত, রজনী ও বনলতা নামের ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে। পাটুরিয়া প্রান্তে তিনটি ও দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। এদিকে, আরিচা প্রান্তে শাহ আলী ও সুফিয়া কামাল এবং কাজিরহাট প্রান্তে রোকেয়া ও রুহুল আমিন নামের ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশার প্রকোপ কেটে গেলে এ দুই নৌরুটে ফেরি চলাচল শুরু হবে। 

চন্দন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়