ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

সাভারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ১ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:৩১, ১ জানুয়ারি ২০২৪
সাভারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপন করা ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থীর অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের অভিযোগ, নৌকার সমর্থকরা এ হামলা করেছেন।

রোববার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার নরসিংহপুর খান ম্যানশন এলাকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের নির্বাচনি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ ভূঁইয়া সানি, সাগর, সুজন, এনামুল হক ও নুর ইসলাম। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের সমর্থক।

অভিযুক্তরা হলেন- আশুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাজন ভূঁইয়া, তার ভাই রাকিব ভূঁইয়া, সাইফুল মোল্লাসহ আরও ১০-১৫ জন।

সানাউল্লাহ ভূঁইয়া সানি বলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর করেন রাজন ভূঁইয়াসহ তার সঙ্গীরা। খবর পেয়ে সেখানে গেলে চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা আহতাবস্থায় আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আবুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাব্বির/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়