ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

টাঙ্গাইলে নতুন বই পেয়ে উৎসবে মেতেছিলো শিক্ষার্থীরা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ১ জানুয়ারি ২০২৪  
টাঙ্গাইলে নতুন বই পেয়ে উৎসবে মেতেছিলো শিক্ষার্থীরা

বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতেছিলো টাঙ্গাইলের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। 

সোমবার (১ জানুয়ারি) সকালে টাঙ্গাইল কালেক্টরেট উচ্চ বিদ্যালয় মাঠে নতুন বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসিফা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-আলী, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। 

এরপর শহরের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে যোগ দেন অতিথিরা।

এ বছর জেলায় প্রায় ৯ লাখ ১৩ হাজার ৮৪১ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হবে। 

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ১৬২৩ প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৮২ হাজার ৫১৮ জন শিক্ষার্থীর মাঝে ১৯ লাখ ৬৯ হাজার ৬৫১টি বই বিতরণ করা হবে। প্রাথমিকের শতভাগ বই টাঙ্গাইলে এসেছে। ৯১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪ লাখ ৩১ হাজার ৩২৩ শিক্ষার্থীদের মাঝে ৫০ লাখ ৬১ হাজার ৫৫১টি বই বিতরণ করা হবে। মাধ্যমিকের ৮৩ ভাগ বই পাওয়া গেছে।

কাওছার/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়