ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

লক্ষ্মীপুরে ৪ লাখের বেশি শিক্ষার্থী পেলেন নতুন বই

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৮:৪৩, ১ জানুয়ারি ২০২৪
লক্ষ্মীপুরে ৪ লাখের বেশি শিক্ষার্থী পেলেন নতুন বই

নতুন বছরের প্রথম দিনে লক্ষ্মীপুরে বই উৎসব পালিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকালে শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম সুরাইয়া জাহান। পরে পর্যায়ক্রমে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

এ বছর জেলার ৫টি উপজেলায় প্রাথমিক, ইবতেদায়ী ও মাধ্যমিকের ৪ লাখ ২০ হাজার ৬৫৬ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হচ্ছে। এই শিশুরাই আগামী দিনের  ভবিষ্যৎ । শিক্ষার্থীরা যাতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, সে জন্য সরকারের বিনামূল্য বই বিতরনের উদ্যোগ নিয়েছে। 

তিনি আরও বলেন, এবার বইয়ের কোনো সংকট নেই। সব শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে নতুন বই।

জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়