ফেনীতে বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফেনীতে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান কেন্দ্রীয় কর্মসূচি অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ১ থেকে ৭ জানুয়ারি আদালত বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।
সোমবার (১ জানুয়ারি) সকালে আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী শাখার প্রচার সম্পাদক মো. মীর মোশাররফ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী আহাম্মদ করিম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খাঁন, সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুর রহমান রফিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তার, অ্যাডভোকেট জহির উদ্দিন, অ্যাডভোকেট জিয়া উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর চৌধুরী, ইসলামিক ল’ইয়ার্স ফেনীর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসাইন।
বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে না গিয়ে আপনাদের মূল্যবান সময়টি কাজে থাকেন। এটি একটি প্রহসনের নির্বাচন। ন্যায়বিচার, দ্রব্যমূল্য, শিক্ষাব্যবস্থাসহ বিভিন্ন খাত ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে এ সরকার। তাই দেশ বাঁচাতে সকল শ্রেণি পেশার মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানাই।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে আদালত চত্বরে লিফলেট বিতরণ করেন আইনজীবীরা।
সাহাব/ফয়সাল
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ০ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ০ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ০ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ০ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ০ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ০ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ০ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ০ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ০ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ০ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ০ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ০ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ০ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম