ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

ভোটের আগেই জাপা প্রার্থীর নিজেকে এমপি দাবি, ২ প্রার্থীর অভিযোগ

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ২ জানুয়ারি ২০২৪  
ভোটের আগেই জাপা প্রার্থীর নিজেকে এমপি দাবি, ২ প্রার্থীর অভিযোগ

লাঙল প্রতীকের প্রার্থী মো. আহসান আদেলুর রহমান

ভোটের হওয়ার আগেই নিজেকে বিভিন্ন সভা-সমাবেশে জয়ী হওয়ার ঘোষণা দেওয়ার অভিযোগ উঠেছে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের লাঙল প্রতীকের প্রার্থী মো. আহসান আদেলুর রহমানের বিরুদ্ধে। এ বিষয়ে গত শনিবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) পঙ্কজ ঘোষের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই আসনের দুই প্রার্থী।

স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন (ট্রাক) ও জাসদ প্রার্থী আজিজুল হক (মশাল) এই অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, এই আসনের লাঙল প্রতীকের প্রার্থী আহসান আদেলুর রহমান প্রকাশ্যেই বিভিন্ন সভা-সমাবেশে ভোটের আগেই নিজেকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী ঘোষণা করেছেন। যা নির্বাচনের পরিবেশ ব্যাহত ও নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ফলে সাধারণ ভোটাররা ভোট প্রদানে উৎসাহ হারিয়ে ফেলছে। এ বিষয়ে ওই প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান অভিযোগকারীরা।

আরো পড়ুন:

অভিযোগকারী স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন বলেন, ‘এ আসনে লাঙলের প্রার্থী নির্বাচনের আগে নিজেকে বিজয়ী বলে বিভিন্নভাবে বলে বেড়াচ্ছেন। আমরা এর প্রতিকার চেয়ে রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি।’

অভিযোগের বিষয়ে জানতে আদেলুর রহমানের সাথে যোগাযোগে চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) পঙ্কজ ঘোষ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে। সত্যতা পাওয়া গেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/সিথুন/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়