ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

মেয়ে হিসেবে টিকে থাকা চ্যালেঞ্জের : মাহি

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:১২, ২ জানুয়ারি ২০২৪
মেয়ে হিসেবে টিকে থাকা চ্যালেঞ্জের : মাহি

ভোটের মাঠ সরগরম করে রেখেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রচারণা শুরুর পর থেকে ছুটে চলেছেন দুই উপজেলায়। নানারকম বাধা-বিপত্তির সম্মুখীনও হচ্ছেন। তিনি মনে করছেন, এসব সামলে টিকে থাকাটা একজন মেয়ের জন্য চ্যালেঞ্জের বিষয়।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে তানোর উপজেলার কৃষ্ণপুর বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি। 

মাহি বলেন, ‘সিনেমার থেকেও বাস্তবের রাজনীতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে একটা মেয়ে হিসেবে টিকে থাকাটা একটা চ্যালেঞ্জের বিষয়। এখন বুঝতে পারছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত যুদ্ধ করে এই জায়গায় টিকে আছেন। আমি তাকে অ্যাপ্রেসিয়েট করি। রাজনীতি যতটুকু ভয়ংকার, বাস্তবে আরও বেশি ভয়ংকার, আরও বেশি জটিল। আমার হাজবেন্ড রাজনীতিবিদ, ওর জন্যই এখন পর্যন্ত টিকে আছি।’

নির্বাচিত হলে জনগণের সঙ্গে দূরত্ব কমানোর কথা জানিয়ে মাহি বলেন, ‘জনগণ আর জনপ্রতিনিধি, এ দুজনের মধ্যে কোন গ্যাপ থাকা যাবে না। জনপ্রতিনিধিকে জনগণের মধ্যে নেমে আসতে হবে। তাহলে একটা সুন্দর আসন দাঁড়াবে। আমি যখন মানুষের কাছাকাছি আসি, নারীরা আমাকে জড়িয়ে ধরে কাঁদে। ১৫ বছর কষ্ট পেয়েছে, তারা পরিত্রাণ চায়। তারা আমাকে আপন করে নেয়।’

তিনি বলেন, ‘আমি যেখানেই যাই, সবাই আমাকে বলে ভোটটা দেবে বলে। এখন কতটুকু দেবে, আমি বিশ্বাস করি তানোর-গোদাগাড়ীর মানুষ সরল মনের মানুষ। তাদের আমি বিশ্বাস করি। প্রশাসন অনেক বেশি তৎপর। মানুষ ভোট দিতে পারবে। আমি জয়ী হবো আশা করি।’

নির্বাচিত হলে প্রথম কাজ কি হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচিত হলে আমি আমার এলাকায় যতো শিক্ষক আছেন, প্রথমেই সবার গলায় আমি মালা পরাবো। তাদের আমি সম্মান জানাবো। কারণ, এই এলাকার শিক্ষকেরা অনেক নির্যাতিত, অনেক অসম্মানিত। সারাদেশে এই দুই উপজেলাকে অনেক ছোট করে ফেলা হয়েছে শিক্ষকদের অপমান করে। এটা করবো। এই কাজটা আমি প্রথমেই করতে চাই।’

মাহি বলেন, ‘আর আমার এলাকায় রাস্তাঘাটের প্রচুর সমস্যা। বর্ষায় হাঁটুকাদা হয়ে যায় অনেক রাস্তা। রাস্তাগুলো ঠিক করবো। বরেন্দ্র এলাকায় কৃষিকাজের পানির অনেক সমস্যা। সুপেয় পানির সমস্যা। সেটার সমাধান করবো। সরকার যে ভাতা দেয়, তা এখানে শতভাগ হয়নি। ৪০ শতাংশ হয়েছে। যারা পেয়েছে তাদের আবার ৫-৭ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। এগুলো আমি নিরসন করবো। সরকার যে অনুদান দেবে, সেই আমানতটা আমি জনগণের মাঝে বিলিয়ে দেবো।’

রাজশাহী-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী। এছাড়া আওয়ামী লীগের আরও দুই স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৯ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহি।

কেয়া/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়