ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

ঝিনাইদহ-৩

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী নবী নেওয়াজ

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৫২, ২ জানুয়ারি ২০২৪
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী নবী নেওয়াজ

দলের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঝিনাইদহ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী নবী নেওয়াজ।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা শহরের নিজস্ব কার্যলয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সেই সঙ্গে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন মিয়াজীকে সমর্থন দেন। 

নবী নেওয়াজ কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি ঝিনাইদহ আওয়ামী লীগের সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘ঈগল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

আরো পড়ুন:

নবী নেওয়াজ বলেন, আওয়ামী লীগের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা রয়েছে বলেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি আমার নেতাকর্মীদের।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন মিয়াজী, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান টিপুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহরিয়ার/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়