ঢাকা     বুধবার   ০৬ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২২ ১৪৩১

শীতে কাঁপছে উত্তরের জনপদ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:২৮, ৩ জানুয়ারি ২০২৪
শীতে কাঁপছে উত্তরের জনপদ

উত্তরাঞ্চলে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত। ছবি: খায়রুল ইসলাম রাজিব

শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। তাপমাত্রার পারদ নেমে যাওয়ার পাশাপাশি দেশের বেশির ভাগ এলাকা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ওই অঞ্চলের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সন্ধ্যার পর নামছে ঘোর কুয়াশা।

বুধবার (৩ জানুয়ারি) রংপুর বিভাগের প্রধান আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, আজ সকাল ৬টায় রংপুরে ১১.৯, তেঁতুলিয়ায় ৭.৮, কুড়িগ্রামে ১০.৫, দিনাজপুরে ৯.৬, নীলফামারীতে ১০.২,গাইবান্ধায় ১২.৩, লালমনিরহাটে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাাত্রা রেকর্ড করা হয়েছে।

রংপুর বিভাগীয় আবহাওয়া দফতরের তথ্যমতে, তাপমাত্রা আগামী কয়েকদিন নিম্নমুখী থাকবে।

আরো পড়ুন:

এদিকে, গতকাল মঙ্গলবার রংপুরে ১২.১, তেঁতুলিয়ায় ১০.৯, কুড়িগ্রামে ১২.৮, দিনাজপুরে ১০.০, সৈয়দপুরে ৯.০, নীলফামারীর ডিমলায় ১১.৫, গাইবান্ধায় ১২.৫, লালমনিরহাট ১২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর দেড়টা পর্যন্ত সৈয়দপুরে বিমান উড্ডয়ন ও অবতরণ করেনি। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, কুয়াশার কারণে ফ্লাইটের সময় এলোমেলো হলেও কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়