ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ময়মনসিংহে কারখানায় বিস্ফেরণ, শ্রমিক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৪:২২, ৩ জানুয়ারি ২০২৪
ময়মনসিংহে কারখানায় বিস্ফেরণ, শ্রমিক নিহত

ময়মনসিংহের ভালুকায় প্লাস্টিক পুড়িয়ে ডিজেল তৈরির একটি কারখানায় ড্রাম বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নে ভায়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভায়াবহ গ্রামে প্লাস্টিক পুড়িয়ে প্রক্রিয়াজাতকরণ করে ডিজেল তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তাৎক্ষনিক হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

মিলন/ইভা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়