ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

ঝিনাইদহ-১ আসন

স্বতন্ত্র প্রার্থীসহ ৩ জনকে শোকজ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ৩ জানুয়ারি ২০২৪  
স্বতন্ত্র প্রার্থীসহ ৩ জনকে শোকজ

ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালসহ ৩ জনকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. গোলাম নবী।

বুধবার (৩ জানুয়ারি) তিনি এ কারণ দর্শানোর নোটিশ জারি করেন। অন্যরা হলেন স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম ও সমর্থক কামাল হোসেন।

আগামী ৫ জানুয়ারি সকাল ১১টায় ঝিনাইদহ-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ঝিনাইদহ ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম নবীর কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নিদের্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত পহেলা জানুয়ারি শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কামাল হোসেনের বাড়ির সামনে তিনি নৌকা প্রতীকের পোস্টার ছেঁড়েন ও পা দিয়ে মাড়ান সে কারণে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (১) (ক) ও ৭(২) এর বিধির সুস্পষ্ট লংঘন হয়েছে।

এছাড়াও একই দিন বিকেলে বগুড়া ইউনিয়নের বিকেবি বাজারে ট্রাক প্রতীকের নির্বাচনি ক্যাম্পে ২০০/৪০০ লোকের মধ্যে বিরিয়ানি বিতরণ করা হয়। যার ফলে একই বিধির সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। যা জনমনে বিরূপ ধারণা তৈরি করছে ও জনসাধারণের ভোট দেওয়ার ক্ষেত্রে অনীহা তৈরি হবার আংশকা আছে। সেহেতু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কেনো নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না সেই মর্মে ৫ জানুয়ারি সকাল ১১টায়  স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়।

ঝিনাইদহ জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহরিয়ার/ফয়সাল

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়