ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ধলেশ্বরীতে ট্রলারডুবি: ৩ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ৪ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:০৪, ৪ জানুয়ারি ২০২৪
ধলেশ্বরীতে ট্রলারডুবি: ৩ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের ৩ দিন পর ৩ জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার পৃথক সময়ে ডিক্রিরচর গুদারাঘাট এলাকা থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

নিহতরা হলেন, আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো. বাবুল মিয়া (৪৭), পুরান গোগনগরের মৃত মতি মিয়ার ছেলে মো. সেলিম (৪০) ও একই এলাকার মৃত মানিক মিয়ার ছেলে জালাল মিয়া (৫১)।

বরিশাল থেকে আসা ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় গত ১ জানুয়ারি ভোর ৬টার দিকে ডিক্রিরচর গুদারাঘাটে ট্রলারটি ডুবে যায়।  

বাবু লাল বৈদ্য জানান, ট্রলারডুবির সময় আনুমানিক ১৫-২০ জন যাত্রী ছিল। অধিকাংশ যাত্রী সাঁতরে উঠতে পারলেও তিন যাত্রী নিখোঁজ ছিলেন। তাদের উদ্ধারে বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করে। 

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, তিন জনের লাশ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনিক/ইভা  

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়