ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

‘নির্বাচনের পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ৪ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:৪৪, ৪ জানুয়ারি ২০২৪
‘নির্বাচনের পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’

ফাইল ফটো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকারি দল হিসেবে আমাদের কঠোর নির্দেশনা দেওয়া আছে। ভোট করার জন্য প্রত্যেকটা নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। সে যে দলেরই হোক না কেন, যারা পরিবেশ অশান্ত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করার সময় এসব কথা বলেন তিনি। 

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চেয়ে হানিফ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং আগামী ৭ জানুয়ারি সর্বস্তরের ভোটার শান্তিপূর্ণ পরিবেশে ভোটদানে অংশ নেবে বলে আমরা প্রত্যাশা করি। 

কাঞ্চন কুমার/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়