ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু 

মানিকগঞ্জ প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ৪ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:৪৪, ৪ জানুয়ারি ২০২৪
১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু 

ঘন কুয়াশার কারণে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

তিনি বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। ১১ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার প্রকোপ কমে গেলে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

এদিকে, ঘন ‍কুয়াশার কারণে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৯টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। 

চন্দন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়