ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

আচরণবিধি লঙ্ঘন: আ.লীগ নেতার বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ১০:৫০, ৫ জানুয়ারি ২০২৪
আচরণবিধি লঙ্ঘন: আ.লীগ নেতার বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

মতিয়ার রহমান। ফাইল ফটো

বরগুনার আমতলী পৌরসভার মেয়র ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে মামলার নির্দেশ দেয়া হয়।

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে মেয়র মতিয়ারের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধির ৬ (খ) ও (গ) এবং ১১ বিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

আরো পড়ুন:

এ বিষয়ে জানতে আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।   

বরগুনার আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনের চিঠি পেয়েছি। শুক্রবার (আজ) মামলা করবো।

ইমরান/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়