ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

নৈশভোজের আয়োজন করায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ৫ জানুয়ারি ২০২৪  
নৈশভোজের আয়োজন করায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের জরিমানা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের কর্মী-সমর্থকরা নৈশভোজের আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন এ আদেশ দেন। 

আদালত সূত্র জানায়, রাতে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালিতলা মহল্লায় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের কর্মী-সমর্থকরা নৈশভোজের আয়োজন করেন। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন:

নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন বলেন, নির্বাচনি আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো কোমল পানীয় বা খাদ্য পরিবেশন করা যাবে না। কাজেই নৈশভোজের আয়োজন করায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হয়েছে।

মেহেদী/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়