ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

কুমিল্লায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৪:৩১, ৫ জানুয়ারি ২০২৪
কুমিল্লায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ৫

নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে কুমিল্লায় বিএনপির মিছিলে ধাওয়া দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে কুমিল্লা নগরীর মহিলা কলেজের সামনে এ সংঘর্ষ বাঁধে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিএনপির দলীয় সূত্র ও স্থানীয়রা জানায়, শনি ও রোববার (৬ ও ৭ জানুয়ারি) হরতালের সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লাতেও মিছিলের প্রস্তুতি নেন নেতাকর্মীরা। সকাল ১০টায় নগরীর মহিলা কলেজের সামনে জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে বিএনপি নেতাকর্মীরা। আর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। 

পাল্টাপাল্টির এ পরিস্থিতিতে পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। এ সময় আহত অবস্থায় দুই বিএনপি নেতাকে আটক করে পুলিশ।

কামরান হোসেন বলেন, নাশকতার উদ্দেশে বিএনপি নেতাকর্মীরা মহিলা কলেজ এলাকায় জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশের ৩ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির দুই জনকে আহত অবস্থায় পেয়েছে পুলিশ। তাদের আটক করা হয়েছে।

রুবেল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়