ঢাকা     রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৪ ১৪৩১

রামুতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, গ্রেপ্তার ১

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ৫ জানুয়ারি ২০২৪  
রামুতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, গ্রেপ্তার ১

নিহত আয়ুব আলী

কক্সবাজারের রামু উপজেলায় ‘জমি বিরোধের জেরে’ ছোট ভাইয়ের দায়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ছোট ভাই পালিয়ে গেলেও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আয়ুব আলী (৩০) ওই এলাকার মৃত বশির আহমদের ছেলে। তিনি পেশায় পশু চিকিৎসক। অভিযুক্ত ছোট ভাই মো. ইয়াছিনও পেশায় পশু চিকিৎসক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

খুনিয়াপালং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল্লাহ বলেন, বড় ভাই আয়ুব আলীর সঙ্গে ছোট ভাই মো. ইয়াছিনের মধ্যে দীর্ঘদিন ধরে মায়ের মালিকাধীন জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এতে আয়ুব আলীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছিলেন মা ও ছোট ভাই ইয়াছিন। 

রামু থানার উপ-পরিদর্শক (এসআই) হিমেল রায় বলেন, শুক্রবার সকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় জমি বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই খুন হয়েছে বলে ৯৯৯ নম্বরের ফোন থেকে কল করে পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘটনায় জড়িতরা পালিয়ে যায়। ঘটনায় জড়িত ছোট ভাই ইয়াছিন পালিয়ে গেলেও তার স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জমি বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তারেকুর/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়