ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ঝিনাইদহে মিছিল শেষে আটক ২ ছাত্রদল কর্মী 

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ৫ জানুয়ারি ২০২৪  
ঝিনাইদহে মিছিল শেষে আটক ২ ছাত্রদল কর্মী 

হরতালের সমর্থনে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে দুই ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার ও ছাত্রদল কর্মী সাগর হোসেন। কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে শহরের হাট চাঁদনী এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নলডাঙ্গা রোডস্থ ভ্যানস্ট্যান্ডে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ফেরার পথে ছাত্রদলের দুই কর্মীকে আটক করে পুলিশ। 

আরো পড়ুন:

 

শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়