ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

ফেনী-৩

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল কবীর

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ৫ জানুয়ারি ২০২৪  
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল কবীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা- সোনাগাজী) আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল কবীর (রিন্টু আনোয়ার) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আনোয়ারুল কবীর বলেন, ‌‌‘গত কয়েকদিন গণসংযোগে ব্যাপক সাড়া পেয়েছি। এতে একটি মহলের গাত্রদাহ দেখা দিয়েছে। এ অবস্থায় সাধারণ ভোটারদের মনোভাবের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও জান-মালের নিরাপত্তার স্বার্থে আমি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। অর্থাৎ, আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি না।’

এর আগে, গত ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের তথ্য না পাওয়ার কারণ দেখিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। আপিল করার পর তা নামঞ্জুর করে নির্বাচন কমিশন। পরে তিনি হাইকোর্ট রিট করেন। বুধবার (২০ ডিসেম্বর) এক শতাংশ ভোটারের সমর্থন জটিলতায় ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল কবীবের (রিন্টু আনোয়ার) মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

সাহাব/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়