ঢাকা     মঙ্গলবার   ০৯ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৫ ১৪৩১

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে জাহাজ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ৫ জানুয়ারি ২০২৪  
রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে জাহাজ

ফাইল ফটো

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা সমুদ্র বন্দরে এসেছে বিদেশি জাহাজ এমভি আনকা সান। শুক্রবার (৫ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে জাহাজটি। এ জাহাজে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ১ হাজার ৭২৭ মেট্টিক টন মেশিনারি পণ্য রয়েছে। 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্টের খুলনার ম্যানেজার সাধন কুমার জানান, গত ৩ ডিসেম্বর রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে এমভি আনকা সান। পণ্য খালাস শেষে এই পণ্যগুলো সড়কপথে নেওয়া হবে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।

শহিদুল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়