ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ৬ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:১৯, ৬ জানুয়ারি ২০২৪
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে তেমন একটা প্রভাব পড়েনি ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। 

শনিবার (৬ জানুয়ারি) সকালে এই মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, রাবনা, রসুলপুর, এলেঙ্গা ও জোকারচর এলাকায় দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে।

এছাড়াও শহরে হরতালের সমর্থনে কোন প্রকার মিছিল করতে বা বিএনপির নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত পরিবহন চলাচল করছে অন্যদিনের মতো স্বাভাবিক। তাছাড়া সিএনজি চালিত অটোরিকশা চলাচল করায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন কর্মজীবীরা। ফলে হরতালের তেমন একটা প্রভাব পড়েনি এই মহাসড়কে। অন্যদিকে পণ্যবাহী ট্রাক মহাসড়কে চলাচল করছে স্বাভাবিকের মতো।

কাওছার/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়