ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

চট্টগ্রামে ভোটকেন্দ্রে আগুন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ৬ জানুয়ারি ২০২৪  
চট্টগ্রামে ভোটকেন্দ্রে আগুন 

ভোটের আগের দিন চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার ধুপপুল এলাকার ৭০ নম্বর ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। 

শনিবার (৬ জানুয়ারি) ভোরে চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের আওতাধীন নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন লাগে। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ২৯২ জন। 

বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ভোর ৫টার দিকে বিদ্যালয়ের তিন তলা ভবনের নিচতলায় প্রধান শিক্ষকের রুম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রধান শিক্ষকের রুমে থাকা নতুন বইসহ আনুমানিক ৫০ হাজার টাকার জিনিসপত্র পুড়ে গেছে। তবে ভোটের সামগ্রী ও বুথের কোনো ক্ষয় হয়নি।
এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক শুভ্রা রাণী দে জানান, কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে আমরা সে বিষয়ে কিছু জানি না। এই ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

আরো পড়ুন:

রেজাউল করিম/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়