ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৮:২১, ৭ জানুয়ারি ২০২৪
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় এক হাজার ঘর পুড়ে গেছে। রোববার (৭ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক এ ঘটনায় কোনও হাতাহতের খবর পাওয়া যায়নি।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১৪ এর অধিনায়ক উপ-পরিদর্শক মোহাম্মদ ইকবাল বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।

তিনি আরও বলেন, এটি অগ্নিকাণ্ড নাকি পরিকল্পিত ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে আগুন ছড়াল খোঁজ নেওয়া হচ্ছে।

আরো পড়ুন:

তারেকুর/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়