ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, রাসিকের প্যানেল মেয়র আটক

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১০:৩৩, ৭ জানুয়ারি ২০২৪
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, রাসিকের প্যানেল মেয়র আটক

নিযাম উল আযীম। ফাইল ফটো

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-১ এবং ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নিযাম উল আযীমকে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার (৬ জানুয়ারি) রাতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। নিযাম-উল-আযিম রাজশাহী-২ (সদর) আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার পক্ষে কাজ করছিলেন।

র‍্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, কাউন্সিলর নিযাম-উল-আযিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের টিসিবি কার্ড  জব্দ করে রেখেছেন। তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে টিসিবি কার্ড বাতিল করা হবে। এ ব্যাপারে তাকে সতর্ক করা হয়। কিন্তু তিনি টিসিবি কার্ড ফেরত দেননি। তাই তাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, নিযাম-উল-আযিম এখন র‍্যাবের হেফাজতে আছেন। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে দেওয়া হবে।

কেয়া/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়