ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

নাগরিক অধিকার রক্ষায় ভোট দিয়েছি: লক্ষ্মীপুরে ঢাবি ভিসি

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ৭ জানুয়ারি ২০২৪  
নাগরিক অধিকার রক্ষায় ভোট দিয়েছি: লক্ষ্মীপুরে ঢাবি ভিসি

ছবি: রাইজিংবিডি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. এএসএম মাকসুদ কামাল বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়াটা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। বাংলাদেশে ভোট দিয়েই সরকার পরিবর্তন করতে হয়। যারাই ক্ষমতায় আসবে ভোটের মাধ্যমেই আসতে হবে। তাই শত দায়িত্ব থাকা শর্তেও নাগরিক অধিকার পালন করার জন্য ভোট দিতে এসেছি। একই সঙ্গে অন্যরাও যেন ভোট দিতে উদ্বুদ্ধ হয় এজন্য নিজ কেন্দ্রে ভোট দিয়েছি।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের লাহারকান্দি ফরিদিয়া প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে আসছে। তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

/জাহাঙ্গীর/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়