ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ভোট দিতে কোলে চড়ে কেন্দ্রে এলেন তোফাজ্জল

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১১:৪২, ৭ জানুয়ারি ২০২৪
ভোট দিতে কোলে চড়ে কেন্দ্রে এলেন তোফাজ্জল

বার্ধক্যের কারণে কথা জড়িয়ে যায়। হাঁটাচলা করতে পারেন না। কিন্তু কর্তব্যবোধে অটল সত্তরোর্ধ্ব তোফাজ্জল হোসেন। নাগরিক অধিকার প্রয়োগে তিনি সচেতন। বার্ধক্যের বাধা সত্ত্বেও বৃদ্ধ তোফাজ্জল স্থানীয় এক তরুণের কোলে চড়ে ভোট দিতে কেন্দ্রে এসেছেন।  

রোববার (৭ জানুয়ারি) ধামরাইয়ের আব্দুস সোবহান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। 

কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন তোফাজ্জল হোসেন। তাকে কোলে করে ভোট কেন্দ্রে এনেছেন স্থানীয় এক তরুণ।

তোফাজ্জলের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, আমার স্বামী বর্তমানে অসুস্থ। বয়স হয়েছে। তারপরও ভোট দেয়ার কথা বললে আমরা প্রথমে রাজি হইনি। কিন্তু জোর করেই সে ভোট কেন্দ্রে এসেছে। 

তরুণ বয়স থেকেই তোফাজ্জল হোসেন আওয়ামী লীগের সমর্থক বলে জানান মনোয়ারা বেগম। 

আব্দুস সোবহান মডেল হাই স্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এস এম কামাল হোসেন বলেন, কেন্দ্রে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বেলা ১০টার মধ্যে ১৫ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে।   

উল্লেখ্য আব্দুস সোবহান মডেল হাই স্কুল কেন্দ্রে ১২টি বুথ রয়েছে। এখানে ভোটার সংখ্যা ৫ হাজার ২৭১ জন। 

সংসদীয় ১৯৩ ঢাকা-২০ আসনে আওয়ামী লীগ ও দুইজন স্বতন্ত্র প্রার্থীসহ ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

সাব্বির/তারা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়