ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

সিলেটে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:১৬, ৭ জানুয়ারি ২০২৪
সিলেটে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

সিলেটে একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুবৃত্তরা। পুলিশ বলছে, বিএনপির কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। এ সময় পুলিশ একটি সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ১টি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিলেট-১ আসনের সিটি কর্পোরেশন এলাকার ৯নং ওয়ার্ডের পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ জানান, সকাল ১১টার দিকে রাগীব রায়েবা মেডিকেল রোড এলাকা থেকে বিএনপির বেশ কিছু নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে সড়ক অবরোধের চেষ্টা চালায়।  এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ এগিয়ে গেলে পালিয়ে যায় বিএনপির নেতাকর্মীরা।

তিনি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

নূর/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়