ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

নতুন ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করছে: নসরুল হামিদ

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ৭ জানুয়ারি ২০২৪  
নতুন ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করছে: নসরুল হামিদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নসরুল হামিদ ভোট প্রদান শেষে বলেছেন, এবার যারা নতুন ভোটার হয়েছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বাস প্রকাশ করছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টায় দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকোলে তিনি এসব কথা বলেন। 

নসরুল হামিদ বলেন, সারাদেশের মতো কেরানীগঞ্জেও আজ ভোট উৎসব হচ্ছে। সকলের মতো তরুণ ভোটার, বিশেষ করে যারা এবারই নতুন ভোটার হয়েছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বাস প্রকাশ করছে।

তিনি আরও বলেন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সকলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। আমি নিজেও এখন আমার ভোট দিলাম। নির্বাচন যে উৎসব, আর অগ্নিসন্ত্রাসীদের মানুষ প্রত্যাখ্যান করেছে ভোটারদের এই উপস্থিতি তা আবারও প্রমাণ করলো।

শিপন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়