পাহাড়তলীতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ ভোটকেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী মো. মনজুর আলম ও আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থকদের মধ্য সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়তলী ভোটকেন্দ্রের বাইরে স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় গোলাগুলিতে একজন আহত হয়েছেন। তার পেটে গুলি লেগেছে বলে জানা গেছে। তাৎক্ষণিক গুলিবিদ্ধ যুবকের নাম-পরিচয় জানা যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পাহাড়তলী-ডবলমুরিং এলাকার সহকারী রিটার্নিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, ৬৭ নম্বর কেন্দ্রের বাইরে সংঘর্ষ হয়েছে। ভেতরে কোনো সমস্যা হয়নি।
রেজাউল/কেআই