ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

বৈঠা নিয়ে মিছিল করে জনসভায় গিয়েছিলাম : সাইমন

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৩:৫০, ৭ জানুয়ারি ২০২৪
বৈঠা নিয়ে মিছিল করে জনসভায় গিয়েছিলাম : সাইমন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটারদের মতো দেশের শোবিজ তারকারাও চান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট হোক। অনেকে মুখিয়ে আছেন পছন্দের প্রর্থীদের ভোট দেয়ার জন্য। তারকাদের পর্দায় দেখা গেলেও ভক্তদের অনেকের জানা নেই তারা কোথায় ভোট দেবেন বা কোন আসনের ভোটার। রাইজিংবিডির বিশেষ আয়োজন ‘তারকারা কে কোথায় ভোট দেবেন?’

আজকের পর্বে থাকছে চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি নির্বাচন ও ভোটের সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত। কারণ তার বাবা কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। 

সাইমন সাদিক বলেন, ‘আমি কলাপাড়ার ভোটার। ভোট নিয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে। ছোট বেলা থেকেই মিছিল-মিটিং আর ভোট দেখে আসছি। ১৯৯৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ আসেন। তখন আমি ১২-১৩ বছরের কিশোর। সেদিন বৃষ্টি ছিলো। আমরা বৈঠা নিয়ে মিছিল করে প্রধানমন্ত্রীর জনসভায় গিয়েছিলাম। সেসময় তিনি প্রধানমন্ত্রী হননি। সেই দিনগুলো অনেক মজার ছিলো।’

তিনি আরো বলেন, ‘ভোট দিতে কয়েকদিন আগেই এলাকায় এসেছি। ভোটার হওয়ার পর কখনও ভোট মিস করিনি। ভোট দিয়েছি। এবারো পছন্দের প্রার্থীকে ভোট দেব।’
 

রাহাত//

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়