ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ৭ জানুয়ারি ২০২৪  
চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষ 

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে। 

এর আগে, আজ সকাল ১০টার দিকে চান্দগাঁও থানা এলাকায় ভোটদানে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।

বিকেলে ৫টার দিকে মৌলভী পুকুরপাড় এলাকায় গিয়ে গেছে, সেখানকার বিভিন্ন অলিগলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে বিএনপি কর্মীরা। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ জলকামান নিয়ে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। 

রেজাউল/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়