ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মাদারীপুরের যুবলীগ নেতার ওপর হামলা, আনসার সদস্যসহ আহত ৫

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ৭ জানুয়ারি ২০২৪  
মাদারীপুরের যুবলীগ নেতার ওপর হামলা, আনসার সদস্যসহ আহত ৫

মাদারীপুর সদরে ভোটকেন্দ্র থেকে ফেরার সময় স্বতন্ত্র প্রার্থীর ‌‘ঈগল’ প্রতীকের এজেন্ট যুবলীগ নেতা আবু সাঈদ রাজুর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় এক আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চর কুলপদ্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের বাইরে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর-৩ আসন সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চর কুলপদ্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট শেষে আনসার সদস্যদের গাড়িতে করে বাসায় ফিরছিলেন যুবলীগ নেতা আবু সাঈদ। এসময় নৌকার সমর্থক রুবেল খান ও সোহেল খানের নেতৃত্বে আবু সাঈদের ওপর হামলায় হয়। এতে ওই গাড়িতে থাকা লিজা আক্তার নামের এক নারী আনসার সদস্যসহ ৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন:

মাদারীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান খান বলেন, যুবলীগের দপ্তর সম্পাদক আবু সাঈদ ভোট গ্রহণ শেষে আনসার সদস্যদের গাড়িতে বাসায় ফিরছিলেন। তখন নৌকার সমর্থকরা তাকে হামলা করে। হামলায় গাড়িতে থাকা এক নারী আনসার সদস্যসহ ৫ জন আহত হন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাটি ভোট কেন্দ্রের বাইরে ঘটেছে। এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বেলাল/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়