ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

নারায়ণগঞ্জের ৪ আসনে নৌকা, একটিতে লাঙ্গল জয়ী

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০১, ৮ জানুয়ারি ২০২৪  
নারায়ণগঞ্জের ৪ আসনে নৌকা, একটিতে লাঙ্গল জয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনে ক্ষমতাসীন আ.লীগের নৌকার প্রার্থী ও একটিতে জাতীয় পার্টির প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) নির্বাচন শেষ হওয়ার পর ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল হক।

নারায়ণগঞ্জ-১ আসনে আ.লীগ মনোনীত প্রার্থী পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী নৌকা প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া কেটলি প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট। তৃণমূল বিএনপির তৈমূর আলম খন্দকার সোনালি আঁশ প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ১৯০।

নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনে আ.লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু নৌকা প্রতীকে ১ লাখ ৬৮ হাজার ২৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৬ ভোট।

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে আ.লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল কায়সার হাসনাত নৌকা প্রতীকে ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৩৫ হাজার ৮১১।

নারায়ণগঞ্জ-৪ আসনে আ.লীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান নৌকা প্রতীকে ১ লাখ ৯৫ হাজার ৮২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরাদ হোসেন জামাল (জাকের পার্টি) গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৬৯ ভোট।

নারায়ণগঞ্জ-৫ আসনে একেএম সেলিম ওসমান লাঙ্গল প্রতীকে ১ লাখ ১৫ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একরামুল হক, ইসলামি ফ্রন্ট চেয়ার প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৭৩৩টি। তবে, প্রথম থেকেই এ আসনে নৌকার কোনও প্রার্থী দেয়নি আ.লীগ।

অনিক/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়