দিনাজপুরে তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৮:৩০, ৮ জানুয়ারি ২০২৪
আপডেট: ০৮:৫৯, ৮ জানুয়ারি ২০২৪
দিনাজপুরে জেঁকে বসছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত এই জেলার জনজীবন।
সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ১২.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
/মোসলেম/এসবি/