ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

গাজীপুরে তৃতীয় লিঙ্গের ঊর্মি পেলেন ১০৯৬ ভোট

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ৮ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:৪৭, ৮ জানুয়ারি ২০২৪
গাজীপুরে তৃতীয় লিঙ্গের ঊর্মি পেলেন ১০৯৬ ভোট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী তৃতীয় লিঙ্গের ঊর্মি ভাণ্ডারী একতারা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তিনি ১ হাজার ৯৬ ভোট পেয়েছেন।

ঊর্মি ভাণ্ডারী গাজীপুর সদর উপজেলার পূবাইল বাড়ইবাড়ি এলাকার ফাইজ উদ্দিনের সন্তান। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় সদস্য। এই প্রথম তিনি কোনো নির্বাচনে অংশ নিয়েছিলেন।

গাজীপুর-৫ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আখতারুজ্জামান (ট্রাক) ৮২৭২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেহের আফরোজ চুমকি (নৌকা) পেয়েছেন ৬৭৭৮৩ ভোট।

জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন পেয়েছেন ৩৫০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৩৮২৭ ভোট, জাসদের তরিকুল ইসলাম আকন্দ পেয়েছেন ১০০ ভোট,  চেয়ার প্রতীকে ইসলামিক ফন্ড বাংলাদেশের আল আমিন দেওয়ান পেয়েছেন ৫৮৯ ভোট এবং  উদীয়মান সূর্য প্রতীকে গণ ফোরামের সোহেল মিয়া পেয়েছেন ১০৭ ভোট।

রেজাউল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়