ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ব্যালট ছিনতাই: আটকে গেলো ময়মনসিংহ-৩ এর ফল

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ৮ জানুয়ারি ২০২৪   আপডেট: ১০:২১, ৮ জানুয়ারি ২০২৪
ব্যালট ছিনতাই: আটকে গেলো ময়মনসিংহ-৩ এর ফল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ১০টির ফলাফল ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে একটি আসনের ফল। রোববার (৭ জানুয়ারি) নানা অনিয়ম-সংঘর্ষের ঘটনায় বন্ধ হয়ে যায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের একটি কেন্দ্রের ভোটগ্রহণ।

ইসি সূত্র বলছে, রোববার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভাঙচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। যার ফলে এই আসনের ফল স্থগিত করা হয়েছে।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নরোত্তম চন্দ্র রায় বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু ও সুন্দরভাবে চলছিল। তবে, দুপুর আড়াইটার দিকে এক দুর্বৃত্ত একটি কক্ষ থেকে একটি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। তারপরও ভোটগ্রহণ চলছিল। বিকেল সোয়া ৪টার দিকে আরও লোকজন কেন্দ্রে হামলা ও ভাঙচুর করে পাঁচটি ব্যালট বাক্সসহ সব ব্যালট ছিনতাই করে নিয়ে যায়। ফলে, ওই কেন্দ্রের ফলাফল গণনা করা সম্ভব হয়নি।

আরো পড়ুন:

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ওই কেন্দ্রের ফলাফল বাতিল করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মিলন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়