সিদ্দিক পরিবারের লতিফ জিতলেও হেরেছেন কাদের ও মুরাদ
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী ও মুরাদ সিদ্দিকী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আলোচিত সিদ্দিক পরিবার থেকে আবদুল লতিফ সিদ্দিকী জিতলেও হেরেছেন তার ছোট দুই ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ও মুরাদ সিদ্দিকী। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তবে, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ও মুরাদ সিদ্দিকী টাঙ্গাইল-৫ (সদর) আসনে পরাজিত হয়েছেন।
আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ আসনে এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তিনি ট্রাক প্রতীক নিয়ে ৭০ হাজার ৯৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের মো. মোজহারুল ইসলাম তালুকদার পেয়েছেন ৫৪ হাজার ৭৫ ভোট। এই আসনের অপর স্বতন্ত্র প্রার্থী শাজাহান সিরাজের মেয়ে সারওয়াত সিরাজ ওরফে শুক্লা পেয়েছেন ১০ হাজার ৭৮৭ ভোট। এখানে ভোট পড়েছে ৩৯ শতাংশ।
লতিফ সিদ্দিকী এই আসন থেকে এর আগেও পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্ত্রী লায়লা সিদ্দিকী ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। লতিফ সিদ্দিকী এর আগে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সভায় হজ্ব ও তাবলিক জামাত সম্পর্কে নেতিবাচক মন্তব্য করায় তাকে দল থেকে বহিষ্কার ও মন্ত্রীসভা থেকে অপসারিত করা হয়। গত সেপ্টেম্বরে তিনি কালিহাতীতে গণসংযোগ শুরু করেন।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে লতিফ সিদ্দিকীর ছোট ভাই মুরাদ সিদ্দিকীকে আওয়ামী লীগের প্রার্থী মামুন-অর-রশিদ ও স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনসহ আট প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। ৭২ হাজার ২৭৬ ভোট পেয়ে এই আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেন। আওয়ামী লীগের মামুন অর রশিদ পেয়েছেন ৬৫ হাজার ৮৬৭ ভোট ও মুরাদ্দ সিদ্দিকী পেয়েছেন ২০ হাজার ৭৯০ ভোট। মুরাদ সিদ্দিকী এই আসন থেকে ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হতে পারেননি।
টাঙ্গাইল-৮ আসনে বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়ের সঙ্গে। এখানে অনুপম শাহজাহান ৯৬ হাজার ৪০১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ৬৭ হাজার ৫০১ ভোট পেয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এই আসনে ভোট পড়েছে ৪২ দশমিক ৮৪ শতাংশ।
বিজয়ী অনুপম শাহজাহান জয় টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের ছেলে। ২০১৪ সালে শওকত মোমেন শাহজাহানের মৃত্যুর পর অনুপম উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ২০০১ সালে দলীয় মনোনয়ন বঞ্চিত হন। কাদের সিদ্দিকী এ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন।
কাওছার/মাসুদ
- ৯ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১০ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১০ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১০ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১০ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১০ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১০ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১০ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১০ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১০ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১০ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১০ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১০ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১০ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১০ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম