ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

কাপ্তাইয়ে রেস্ট হাউজে বন্য হাতির তাণ্ডব

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ৮ জানুয়ারি ২০২৪  
কাপ্তাইয়ে রেস্ট হাউজে বন্য হাতির তাণ্ডব

রাঙামাটির কাপ্তাই শিল্প এলাকায় অবস্থিত বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এর লাম্বার প্রসেসিং কেন্দ্রের (এলপিসি) রেস্ট হাউজ কক্ষে ঢুকে হাতির দল তাণ্ডব চালিয়েছে।

রোববার (৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টা হতে ভোর ৫টা পর্যন্ত এ তাণ্ডব চালায় বলে জানান এলপিসির সহ-ব্যবস্থাপক বিলাস কুমার বিশ্বাস। তিনি বলেন, হাতির পালটি রেস্ট হাউজের দরজা, জানালা ও রান্নাঘরে জিনিসপত্র তছনছ করেছে। এ সময় রেস্ট হাউজের কর্তব্যরত আনসার সদস্যরা দৌঁড়ে পালিয়ে রেস্ট হাউজের দ্বিতীয় তলায় অবস্থান নেয় এবং সেখানে অবস্থানরত সকলকে ঢেকে তোলে।

হাতির পালটি একই রাতে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুলের কলাবাগান খেয়ে সাবার করে দিয়েছে বলে জানান এই কর্মকর্তা।

আরো পড়ুন:

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, বনের মধ্যে খাদ্য সংকটের কারণে লোকালয় বুনোহাতির দল আসছে। তাছাড়া এই অঞ্চলে নতুন করে কয়েকটি হাতি বাচ্চা দিয়েছে। এ ঘটনায় কাপ্তাই শিল্প এলাকায় বসবাসরত বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
 

বিজয়/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়