ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

সবার ভালোবাসায় নতুন উদ্যমে কাজ করতে চান মাশরাফি

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ৮ জানুয়ারি ২০২৪  
সবার ভালোবাসায় নতুন উদ্যমে কাজ করতে চান মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা

নড়াইল-২ আসনে বিপুল ভোটে বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘সবার দোয়া-ভালোবাসা নিয়ে নতুন উদ্যমে লোহাগড়া-নড়াইলের উন্নয়নমূলক কাজ করতে চাই।’

রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণার পর মাশরাফি ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ সব কথা বলেন।

এ সময় মাশরাফি লিখেছেন, ‘মহান আল্লাহর রহমতে আপনাদের মূল্যবান রায়ে আমি আগামী পাঁচ বছরের জন্য আবারও আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আমি যেন জন্মভূমি নড়াইল-লোহাগড়ার টেকসই উন্নয়নে কাজ করতে পারি, সেজন্য সবসময় আপনাদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।’

আরো পড়ুন:

ফেসবুক পোস্টে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং নড়াইলের জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী, তার সমর্থক এবং ভোটারদের ধন্যবাদ জানান।

তিনি আরও লেখেন, ‘আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আগামী পাঁচ বছর নতুন উদ্যমে কাজ করতে চাই।’

শরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়