ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

শ্যামনগরে নির্বাচন-পরবর্তী স‌হিংসতায় আহত ১১

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ৯ জানুয়ারি ২০২৪   আপডেট: ১০:১২, ৯ জানুয়ারি ২০২৪
শ্যামনগরে নির্বাচন-পরবর্তী স‌হিংসতায় আহত ১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নির্বাচন-প‌রবর্তী সংঘর্ষে দুইপক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

সোমবার (৯ জানুয়ারি) রা‌তে গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও স্থানীয় সাবেক ইউপি সদস্য মাস্টার আব্দুর রহিম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় মিজান ও আমিনুর রহমানকেও মারধর করা হয়। ওই ঘটনার জেরে মিজানের সমর্থকরা এলাকায় ফিরে রহিম মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে ও ভাঙচুর ক‌রেন। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ‌তে উভয়প‌ক্ষের ১১ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পা‌ঠি‌য়ে‌ছেন। বাকিদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শাহীন/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়