ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ফেনীর ৩টি আসনে জামানত হারালেন ২১ প্রার্থী

জেলা প্রতিনিধি, ফেনী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ৯ জানুয়ারি ২০২৪   আপডেট: ১০:২৯, ৯ জানুয়ারি ২০২৪
ফেনীর ৩টি আসনে জামানত হারালেন ২১ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে ভোটের লড়াইয়ে অংশ নেওয়া ৯টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র ২৪ জন প্রার্থীর মধ্যে পরাজিত ২১ জন প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার আনুষ্ঠানিকভাবে তিন আসনের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন৷ 

এবার জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অংশ নেন। তাদের মধ্যে দুই দলের ৩ জন ছাড়া বাকি ২১ জন পরাজিত হয়েছেন। 

ঘোষিত ফলাফলে দেখা যায়, ফেনী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ১ লাখ ৮২ হাজার ৭৬০ ভোট, ফেনী-২ আসনে নিজাম উদ্দিন হাজারী ২ লাখ ৩৬ হাজার ৫৯৮ ভোট ও ফেনী-৩ আসনে মহাজোট মনোনীত প্রার্থী লে.জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ১ লাখ ৪৭ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফলে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় নৌকা ও লাঙল ব্যতীত বাকি ৭টি দল ও সকল স্বতন্ত্র প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

জামানত হারিয়েছেন ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনের জাতীয় পার্টির (লাঙ্গল) শাহরিয়ার ইকবাল, তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) শাহজাহান সাজু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) মো. নুরুল আলম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের (ছড়ি) মাহবুব মোর্শেদ, স্বতন্ত্র প্রার্থী (ঈগল)  আবুল হাসেম। 

ফেনী-২ (সদর) আসনের জাতীয় পার্টির (লাঙ্গল) খোন্দকার নজরুল ইসলাম, তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) আ ই ম আমজাদ হোসেন ভূঁঞা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের (ছড়ি) মোহাম্মদ নুরুল আমিন ভূঁঞা, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) মোহাম্মদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী (ঈগল) আনোয়ারুল করিম। 

ফেনী-৩ (সোনাগাজী, দাগনভূঞা) আসনের তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) আজিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির (একতারা) তবারক হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার)আবু নাসির, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) নিজাম উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের (ছড়ি) জোবায়ের ইবনে সুফিয়ান, স্বতন্ত্র প্রার্থী (ঈগল) হাজী রহিম উল্যাহ, (ট্রাক) প্রতীকের আবুল কাশেম আজাদ, (কাঁচি) প্রতীকের ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ, বাঁশি প্রতীকের আনোয়ারুল কবীর রিন্টু। 

নির্বাচনে ফেনী-১ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫৯ হাজার ৩১৫ জন। তাদের মধ্যে ১ লাখ ৯৭ হাজার ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফেনী-২ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ১০ হাজার ৭২১ জন। তারমধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৫০ হাজার ১৩৫। ফেনী-৩ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৬ হাজার ৩৫২ জন। তাদের মধ্যে ১ লাখ ৭১ হাজার ২৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

সাহাব/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়