ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ১৪ প্রার্থীর মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ৯ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:৫৩, ৯ জানুয়ারি ২০২৪
ঠাকুরগাঁওয়ে ১৪ প্রার্থীর মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের ৩টি আসন থেকে ১৪ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান স্বাক্ষরিত বার্তাশিট বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বার্তাশিট থেকে দেখা যায়, এবার জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার তিনটি আসনে এমপি পদ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪ জন। এদের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৫ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৫ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে বিভিন্ন দলীয় প্রতীকে ১০ জন ও ৪ জন স্বতন্ত্রী প্রার্থী।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ পেতে হবে। সে হিসাবে ঠাকুরগাঁও ১ আসনে জয়ী প্রার্থীর বিপরীতে সকলেই তাদের জামানত হারিয়েছেন।

ঠাকুরগাঁও ১ আসনে প্রার্থী ছিলেন ৫ জন। তার মধ্যে জামানত হরিয়েছেন ৪ জন। এই আসনে ১৮৫টি ভোট কেন্দ্রের সর্বমোট বৈধ ভোটের সংখ্যা ২৩০৫৯৪। এর মধ্যে একাই ২০৫৩১৩ ভোট পেয়ে ৫ম বারের মতো নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির রেজাউর রাজি স্বপ্বন চৌধুরী লাঙ্গল প্রতীকে ১৩৯৪০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন, ইসলামি ঐক্যজোট প্রার্থী মো. রফিকুল ইসলাম মিনার মার্কায় পেয়েছেন ৩৪৯৬ ভোট, আ.লীগের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আক্তার মোল্লা ঈগল প্রতীকে পেয়েছেন ৬৮৬৩ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির আম প্রতীকে মো. রাজিউল ইসলাম পেয়েছেন ১০০৯ ভোট।

ঠাকুরগাঁও-২ আসনের মোট প্রার্থী সংখ্যা ছিলেন ৫ জন। যার মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৩ জনের। এখানে ১০৪টি কেন্দ্রের মোট বৈধ ভোটের সংখ্যা ১৭৮২৮৬। এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকে মো. মাজহারুল ইসলাম ১১৫৪১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী যুবোলীগ নেতা মো. আলী আসলাম জুয়েল ট্রাক প্রতীকে ৫৭২৩৫ পেয়ে জামানত রক্ষা করতে পারলেও, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মোছা. নুরুন নাহার বেগম ১৯৮৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস এর ডাব প্রতীকে মোছা. রিম্পা আকতার ৪২৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল কাদের সোফা মার্কায় ৩২১৩ ভোট পেয়ে নিজেদের জামানত হারিয়েছেন। 

ঠাকুরগাঁও ৩ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৪ জন। এই আসনের ২ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। ১২৮টি ভোটকেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ১৭৩৮২৭। যার মধ্যে ১০৬৭১৪ ভোট পেয়ে জয় পেয়েছেন লঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কস পার্টির প্রার্থী হাতুড়ী মার্কায় পেয়েছেন ৬৪৮২১ ভোট। তবে অপর দুই প্রার্থী ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনি ১৬৮৩ ভোট ও বিকল্পধারার প্রার্থী খলিলুর রহমান সরকার কুলা মার্কায় ৬০৯ ভোট পেয়ে নিজেদের জামানত হারিয়েছেন। 

৭ জানুয়ারি নির্বাচনে জেলার ৫৪টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা মিলে মোট ৪১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৩টি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪২ হাজার ৯২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ৬৩৮ ও মহিলা ভোটার ৫ লাখ ৬৩ হাজার ২৮১ এবং তৃতীয় লিঙ্গের (হিজরা) ভোটার ৪ জন।

মঈনুদ্দীন/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়