ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যুবক আটক

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ৯ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:০০, ৯ জানুয়ারি ২০২৪
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যুবক আটক

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করায় এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

সোমবার (৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে গফরগাঁও স্টেশন এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়েছে।

আটক ফরহাদ হোসেন(১৮) উপজেলার ষোলহাসিয়া গ্রামের ইউসুফ হোসেনের ছেলে ।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের পুলিশ ফাড়িঁর ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গফরগাঁও স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ময়মনসিংহগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে দুবৃৃত্তরা। চলন্ত ট্রেনে ছোড়া পাথরে ট্রেনের কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় দায়িত্বরত আনসাররা বিষয়টি জি,আর,পি পুলিশ ফাড়িঁতে খবর দেয়। পরে আনসার সদস্য ও জিআরপি পুলিশ যৌথভাবে তাদের তাড়া করে। এ সময় ফরহাদ হোসেন নামে এক যুবককে আটক করে ।

শফিকুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় আটক ফরহাদের বিরুদ্ধে রেলওয়ে আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মিলন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়