ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মাঝ নদীতে আটকা ফেরি, আরিচা-কাজিরহাট নৌরুট বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ১২ জানুয়ারি ২০২৪  
মাঝ নদীতে আটকা ফেরি, আরিচা-কাজিরহাট নৌরুট বন্ধ

ফাইল ফটো

ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা পড়েছে শাহ আলী নামের একটি ফেরি। দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরেই কুয়াশার প্রকোপ শুরু হয়। রাত ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় শাহ আলী নামের ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। ফেরিটি নোঙর করে রাখা হয়েছে। দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার প্রকোপ কেটে গেলে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

আরো পড়ুন:

চন্দন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়