হিমেল হাওয়ায় দিশেহারা নিম্ন আয়ের মানুষ
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীতে কনকনে ঠান্ডার সঙ্গে বেড়েছে হিম বাতাস। সকাল গড়িয়ে বেলা বাড়লেও কুয়াশায় ঢাকা থাকছে জনপদ।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর থেকে ভেসে আসা হিম বাতাসে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। দুর্ভোগে রয়েছেন চরাঞ্চলের বাসিন্দারাও। সাগরে অবস্থানরত জেলেরাও পড়েছেন চরম বেকায়দায়। জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা।
কলাপাড়া পৌর শহরের রিকশাচালক আলমগীর মিয়া বলেন, চলতি মৌসুমের সবচেয়ে বেশি শীত মনে হয় আজ পড়েছে। একইসঙ্গে বইছে ঠান্ডা বাতাস। রিকশা চালানোই দায় হয়ে পড়েছে। বাজারে মানুষের আনাগোনাও কম। সকাল থেকে তেমন যাত্রী পাইনি।
ফেরিঘাট এলাকার মোটরসাইকেল চালক সুমন মিয়া বলেন, মোটা কাপড় পড়েছি। তারপরেও মোটরসাইকেল টান দিলেই শরীর একেবারে বরফের মতো হয়ে যায়।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, সপ্তাহজুড়ে কুয়াশা ও শীত আরও বাড়তে পারে।
ইমরান/কেআই