ঢাকা     বৃহস্পতিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১১ ১৪৩১

ঘন কুয়াশায় সৈয়দপুরে বিমান ওঠানামা ব্যাহত

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ১২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৩:৩৬, ১২ জানুয়ারি ২০২৪
ঘন কুয়াশায় সৈয়দপুরে বিমান ওঠানামা ব্যাহত

ঘন কুয়াশায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটেছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১১টা পর্যন্ত দৃষ্টিসীমা কম থাকায় সৈয়দপুরগামী তিনটি উড়োজাহাজ ঢাকা বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি।

সৈয়দপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, কুয়াশা ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে দৃষ্টিসীমা ৮০০ মিটার থাকায় সূচি অনুযায়ী তিনটি ফ্লাইট অবতরণ করেনি। রানওয়েতে ফ্লাইট উঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার প্রয়োজন।

আরো পড়ুন:

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব ঘোষ বলেন, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কম থাকায় গত মঙ্গলবার থেকে সকালের দিকে ফ্লাইট উঠানামা ব্যাহত হচ্ছে। তবে, কোনো ফ্লাইট বাতিল করা হচ্ছে না। দুপুরের পরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।

সিথুন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়