ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মানিকগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১২ জানুয়ারি ২০২৪  
মানিকগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জের দৌলতপুরে আব্দুর রহমান ফনি হত্যা মামলার আসামি চান মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ সিপিসি-৩ এর লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন।

গ্রেপ্তার চান মিয়া (৫০) উপজেলার বিলকালিদহ গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহত ফনি ও চান মিয়া একই গ্রামের বাসিন্দা। গত ২৯ ডিসেম্বর বিকেলে ফনি তার স্ত্রী সাহেরা বেগমকে সঙ্গে নিয়ে নিজ জমিতে ঘাস কাটছিলেন। ওই জমির পাশেই ছিল চান মিয়ার জমি।

আরো পড়ুন:

ঘাস কাটা নিয়ে ফনির সঙ্গে চান মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে চান মিয়া ফনিকে মারপিট করেন। এতে ঘটনাস্থলেই ফনি অচেতন হয়ে যান। পরে স্ত্রী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব-৪ সিপিসি-৩ এর লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন বলেন, এ ঘটনায় নিহতের বড় ছেলে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। গতকাল বিকেলে ঢাকার সাভারের যাদুরচর এলাকায় অভিযান চালিয়ে চান মিয়াকে গ্রেপ্তার করা হয়।

চন্দন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়