ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

১০ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ১২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:৩৯, ১২ জানুয়ারি ২০২৪
১০ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

১০ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে ঘন কুয়াশা ও চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মহাসড়কে প্রায় ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিলো।

পুলিশ জানায়, গতকাল রাতে কুয়াশা বেড়ে গেলে যানবাহন ধীর গতিতে চলাচল করতে শুরু করে। এছাড়া, অনেক চালক মহাসড়কে তিন লেন করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। চালকরা এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পার হয়ে গোল চত্বর ও ভূঞাপুর অতিক্রম করে এলেঙ্গা লিংক রোড দিয়ে ঢাকায় গিয়েছে।

আরো পড়ুন:

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, যানজট নিরসনে কাজ করে পুলিশ। দুপুরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়