ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কেরানীগঞ্জে রাসেল হত্যাকাণ্ড 

স্বেচ্ছাসেবকলীগ নেতা রাব্বিকে দল থেকে বহিষ্কার 

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ১৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:৩২, ১৩ জানুয়ারি ২০২৪
স্বেচ্ছাসেবকলীগ নেতা রাব্বিকে দল থেকে বহিষ্কার 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকায় রাতভর নির্যাতন চালিয়ে রাসেল হত্যাকাণ্ডে অভিযুক্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাব্বিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে৷ 

শুক্রবার (১২ জানুয়ারি) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ এক প্রেস বিজ্ঞপ্তির  মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন৷   

অভিযোগ রয়েছে, গত মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন রাব্বির নেতৃত্বে ১৫/২০ জনের একটি গ্রুপ রাসেলের উপর রাতভর নির্যাতন চালায়। বুধবার ভোরে স্বজনরা রাব্বির অফিস থেকে অচেতন অবস্থায় রাসেলকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ এ ঘটনায় বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় রাসেলের বাবা তোফাজ্জল হাওলাদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় রাব্বিসহ ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান,  আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে রয়েছে।

শিপন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়